আউশ ধানঃ
- এ সময় আউশ ধান পাকে। জমির ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে
রৌদ্রউজ্জ্বল দিনে পাকা আউশ ধান কেটে মাড়াই, ঝাড়াই করে ভালভাবে শুকিয়ে
নিতে হবে। শুকনো বীজ ছায়ায় ঠাণ্ডা করে প্লাষ্টিকের ড্রাম বা বিস্কুটের টিন
অথবা মাটির কলসিতে সঠিকভাবে সংরক্ষন করতে হবে।
আমন ধানঃ
- শ্রাবন মাস আমন ধানের চারা রোপনের জন্য ভরা মৌসুম। চারার বয়স ৩০
থেকে ৪০ দিন হলে জমিতে রোপন করতে হবে।
- ভালো ফলন পেতে হলে আমন ধানের ক্ষেতে সুষম সার প্রয়োগ করতে হবে।
এজন্য জমির উবরতা অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া
ছাড়া অন্যান্য সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে।
- চারা রোপণের ১২-১৫ দিন পর প্রথমবার ইউরিয়া সার ক্ষেতে উপরি প্রয়োগ
করতে হবে। প্রথম উপরি প্রয়োগের ১৫-২০ দিন পর দ্বিতীয়বার এবং তার ১৫
থেকে ২০ দিন পর তৃতীয়বার ইউরিয়া সার ক্ষেতে উপরি প্রয়োগ করতে হবে।
- আর গুটি ইউরিয়া ব্যবহার করলে চারা লাগানোর ১০ দিনের মধ্যে প্রতি ৪
গুছির জন্য ১৮ গ্রাম ওজনের ১টি গুটি ব্যবহার করতে হবে। এজন্য চারা
লাইনে রোপন করতে হবে।
- পোকা মাকড় নিয়ন্ত্রনের জন্য ধানের ক্ষেতে বাশের কঞ্চি বা ডাল পুতে দিতে
পারেন যাতে পোকাখেকো পাখি বসতে পারে ও ক্ষেতের পোকা ধরে খেতে পারে।
পাটঃ
- ক্ষেতের অধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে। এতে আশের
মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়।
- পাট পচানোর জন্য আটি বেধে পাতা ঝরিয়ে তারপর জাগ দিতে হবে।
- পাট পচে গেলে আশ ছড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আশ ছাড়িয়ে ভালো
করে ধোয়ার পর ৪০ লিটার পানিতে এককেজি তেতুল গুলে তাতে আশ ৫ থেকে
১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল রংগের পাট পাওয়া যাবে।
শাকসবজিঃ
গাছপালাঃ-
প্রাণিসম্পদঃ
মৎস্যসম্পদঃ
- চারা পুকুরের মাছ ৫ থেকে ৭ সেন্টিমিটার পরিমান বড় হলে মজুদ পুকুরে ছাড়ার
ব্যবস্থা নিতে হবে। সেইসাথে গত বছর মজুদ পুকুরে ছাড়া মাছ বিক্রি করে দিতে
হবে। জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পানি বৃদ্ধির কারনে পুকুর
থেকে মাছ যাতে বেরিয়ে না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
- সরকারি কৃষি কল সেন্টারে ১৬১২৩ নম্বরে ফোন করে কৃষি বিষয়ক যে কোন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS