Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Coffee Training
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় গত ৩০/০১/২০২১ থেকে ৩১/০১/২০২১ ইং তারিখ পর্যন্ত ২ দিন ব্যাপি পার্বত্য অঞ্চলে কাজুবাদাম, কফি চাষ এবং উদ্যান ফসল চাষাবাদ বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ হর্টিকালচার সেন্টার, বালাঘাটা, বান্দরবানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা, বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকার প্রকল্প পরিচালক, কৃষিবিদ ড. মো. মেহেদী মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উপ পরিচালক কৃষিবিদ ড. একেএম নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপ পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, হর্টিকালচার সেন্টার বালাঘাটা বান্দরবানের উপ পরিচালক কৃষিবিদ মো: মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দার। অনুষ্ঠানের শুরুতে কৃষিবিদ ড. মো. মেহেদী মাসুদ বলেন দেশের পার্বত্য অঞ্চলে উদ্যান ফসল চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিভিন্ন উচ্চমূল্যের ফল যেমন আম, লিচু, মাল্টা, কমলা, কাজুবাদাম চাষে এ অঞ্চলের অগ্রগতি ইতিমধ্যেই সারা দেশের নজর কেড়েছে। এসব ফলের পাশাপাশি সম্ভাবনাময় উচ্চমূল্যের ফসল কফি চাষও এ এলাকার কৃষি ও শিল্পে বিপ্লব ঘটাতে পারে। পার্বত্য অঞ্চলে অনাবাদি পতিত পাহাড়ে কষি চাষ সম্প্রসারণে বর্তমান কৃষি বান্ধব সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে এবং তা বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অদুর ভবিষ্যতে এ অঞ্চলের উৎপাদিত কফি ও কাজুবাদাম দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন অনেক আগে থেকেই পাহাড়ী অঞ্চলের কৃষকরা সীমিত পরিসরে কাজুবাদাম এবং কফির চাষ করে আসছে। বিপুল সম্ভাবনা থাকা সত্বেও বাজারজাতকরণের তেমন কোন সুযোগ না থাকায় এ ফসল চাষে কৃষকা আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু কাজুবাদাম এবং কফির বানিজ্যিক গুরুত্ব উপলব্ধি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং কাজুবাদাম এবং কফির উন্নত জাতের চারা কলম সরবরাহ করে নতুন নতুন প্রদর্শণী বাগান স্থাপন করা হচ্ছে। পাশাপাশি কাজুবাদাম এবং কফি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহন করা হয়েছে। পার্বত্য অঞ্চলে কাজুবাদাম, কফি চাষ এবং উদ্যান ফসল চাষাবাদ বিষয়ে কর্মকর্তাদের এই  ২ দিন ব্যাপি প্রশিক্ষণ এ সংক্রান্ত সামগ্রিক কার্যক্রমকে আরো বেগবান করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে বিভিন্ন উদ্যানতাত্তি¡ ফসল চাষাবাদ, কাজুবাদাম এবং কফির আধুনিক চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কৃষি তথ্য সার্ভিসের উদ্যেগে কাজুবাদাম এবং কফি চাষ সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শণ করা হয়। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার জেলা ও উপজেলা পর্যায়ের, হর্টিকালচার সেন্টারের এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। 

Images
Attachments
Publish Date
02/02/2021
Archieve Date
29/05/2021