Title
In Rangamati held in the seminar titled "Introduction to Media in the expansion of agricultural information"
Details
রাঙামাটিতে “কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাঙামাটি আঞ্চলিক কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, কৃষিবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ সহিদ উল্ল্যাহ। তিনি বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য কৃষকের
দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নাসিম হায়দার বলেন, “সরকার কৃষি তথ্যপ্রযুক্তির প্রসারে গণমাধ্যমকে অংশীদার হিসেবে দেখতে চায়। তথ্যপ্রাপ্তির সুযোগ পেলে কৃষকের উৎপাদন ও আয় উভয়ই বাড়বে।”
সভায় বক্তারা কৃষি বিষয়ক নিয়মিত প্রতিবেদন, কৃষকবান্ধব কনটেন্ট এবং স্থানীয় ভাষায় তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ মসীহুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুনিরুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন, উপপরিচালক আপ্রু মারমা এবং স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ জসিম উদ্দীন, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় রাঙ্গামাটি অঞ্চল, রাঙ্গামাটি।

রাঙামাটিতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙামাটিতে “কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি আঞ্চলিক কৃ.....
All
সেমিনার 05.05.25.jpeg