Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শ্রাবণ মাসের কৃষি
বিস্তারিত

আউশ ধানঃ

         - এ সময় আউশ ধান পাকে। জমির ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে

     রৌদ্রউজ্জ্বল দিনে পাকা আউশ ধান কেটে মাড়াই, ঝাড়াই করে ভালভাবে শুকিয়ে

     নিতে হবে। শুকনো বীজ ছায়ায় ঠাণ্ডা করে প্লাষ্টিকের ড্রাম বা বিস্কুটের টিন

     অথবা মাটির কলসিতে সঠিকভাবে সংরক্ষন করতে হবে।

আমন ধানঃ

    - শ্রাবন মাস আমন ধানের চারা রোপনের জন্য ভরা মৌসুম। চারার বয়স ৩০   

      থেকে ৪০ দিন হলে জমিতে রোপন করতে হবে।

    - ভালো ফলন পেতে হলে আমন ধানের ক্ষেতে সুষম সার প্রয়োগ করতে হবে।

      এজন্য জমির উবরতা অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া

      ছাড়া অন্যান্য সার শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে।

    - চারা রোপণের ১২-১৫ দিন পর প্রথমবার ইউরিয়া সার ক্ষেতে উপরি প্রয়োগ

      করতে হবে। প্রথম উপরি প্রয়োগের ১৫-২০ দিন পর দ্বিতীয়বার এবং তার ১৫

      থেকে ২০ দিন পর তৃতীয়বার ইউরিয়া সার ক্ষেতে উপরি প্রয়োগ করতে হবে।

    - আর গুটি ইউরিয়া ব্যবহার করলে চারা লাগানোর ১০ দিনের মধ্যে প্রতি ৪

      গুছির জন্য ১৮ গ্রাম ওজনের ১টি গুটি ব্যবহার করতে হবে। এজন্য চারা

      লাইনে রোপন করতে হবে।

    - পোকা মাকড় নিয়ন্ত্রনের জন্য ধানের ক্ষেতে বাশের কঞ্চি বা ডাল পুতে দিতে

      পারেন যাতে পোকাখেকো পাখি বসতে পারে ও ক্ষেতের পোকা ধরে খেতে পারে।

পাটঃ

    - ক্ষেতের অধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে। এতে আশের

      মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়।

    - পাট পচানোর জন্য আটি বেধে পাতা ঝরিয়ে তারপর জাগ দিতে হবে।

    - পাট পচে গেলে আশ ছড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আশ ছাড়িয়ে ভালো

      করে ধোয়ার পর ৪০ লিটার পানিতে এককেজি তেতুল গুলে তাতে আশ ৫ থেকে

      ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল রংগের পাট পাওয়া যাবে।   

শাকসবজিঃ

  •  এ মাসে সবজি বাগানে করনীয় কাজগুলোর মধ্যে রয়েছে মাদায় মাটি দেয়া, আগাছা পরিস্কার, গাছের গোড়ায় পানি জমতে না দেয়া, মরা বা হলুদ পাতা কেটে ফেলা, প্রয়োজনে সার উপরি প্রয়োগ করা।
  • লতানো জাতীয় সবজির বাড়বাড়তি যত বেশি হবে ফুল ও ফল ধারণক্ষমতা তত কম হবে। সেজন্য লতা বা গাছের ১৫-২০ শতাংশের পাতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে।      
  • কুমড়া জাতীয় সবজিতে হাত পরাগায়ন করলে অধিক ফল ধরবে। এসময় মাছি পোকার আক্রমণ খুব বেশি হয়। তাই দমন করার জন্য বিষটোপ ফাঁদ ব্যবহার করলে উপকার হয়। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলেও আক্রমন রোধ করা যায়।

  গাছপালাঃ-

  • এখন সারা দেশে গাছ রোপনের কাজ চলছে। উপযুক্ত স্থান নির্বাচন করে ১ হাত চওড়া ও ১ হাত গভীর গর্ত করে অধেক মাটি এবং অধেক জৈবসারের সাথে ১০০ গ্রাম টিএসপি এবং ১০০ গ্রাম এমওপি সার ভালো করে মিশিয়ে নিতে হবে। সার ও মাটির এ মিশ্রন গর্ত ভরাট করে রেখে দিতে হবে। দিন দশেক পর গতে চারা বা কলম রোপন করতে হবে।
  • চারা রোপনের পর গোড়ায় মাটি তুলে দিতে হবে এবং খুটির সাথে সোজা করে বেধে দিতে হবে। 

 প্রাণিসম্পদঃ

  • আদ্র আবহাওয়ায় পোলট্রির রোগবালাই বেড়ে যায়। তাই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামার জীবানুমুক্ত রাখতে হবে। তাছাড়া খামার কমিদের জীবানুমুক্ত জুতা ও এপ্রোন পরে খামারে ঢোকা, কমবয়সী বাচ্চার বেশি যত্ন নেয়া, শেডে জীবানুমুক্ত পানি স্প্রে করা, মুরগির বিস্টা ও মৃত মুরগি খামার থেকে দুরে মাটিতে পুতে ফেলার কাজগুলো অবশ্যই করতে হবে।
  • গর্ভবতী গাভী ও বাছুরের বিশেষ যত্ন নিতে হবে। ক্ষুরা, বাদলা, তড়কা, গলাফুলা রোগের প্রতিষেধক দিতে হবে। গরু, মহিষ ও ছাগল ভেড়াকে যতটা সম্ভব উচু স্থানে রাখতে হবে।   

 মৎস্যসম্পদঃ

   - চারা পুকুরের মাছ ৫ থেকে ৭ সেন্টিমিটার পরিমান বড় হলে মজুদ পুকুরে ছাড়ার  

     ব্যবস্থা নিতে হবে। সেইসাথে গত বছর মজুদ পুকুরে ছাড়া মাছ বিক্রি করে দিতে

     হবে। জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পানি বৃদ্ধির কারনে পুকুর

     থেকে মাছ যাতে বেরিয়ে না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।  

   - সরকারি কৃষি কল সেন্টারে ১৬১২৩ নম্বরে ফোন করে কৃষি বিষয়ক যে কোন

     পরামর্শ সহজেই পেতে পারেন।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/07/2021
আর্কাইভ তারিখ
17/09/2021