উপজেলা কৃষি অফিস, রাজস্থলী এর আয়োজনে উপজেলার তাইতং পাড়া এলাকায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় হলুদ প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ তপন কুমার পাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিআই রাঙ্গামাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুবুর আলম রনি ও রাজস্থলী থানার অফিসার ইন চার্য মফজল আহম্মদ খান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস