Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যাবহার বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ।
বিস্তারিত

কৃষি তথ্য সার্ভিস এর আঞ্চলিক কার্যালয়, রাঙ্গামাটি এর উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যাবহার বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ১ দিনের প্রশিক্ষণ অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের সম্মেলন কক্ষে ১২/০৬/২০১৯ তারিখ অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলার উপ-পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: নাসিম হায়দার উপ-পরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল, কৃষিবিদ আলী আহমেদ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা এবং প্রেস ক্লাব রাঙ্গামাটির সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
         কৃষি তথ্য সার্ভিসের কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মো: জসীম উদ্দীনের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বাস্তবতায় ফসলের উৎপাদন কাঙ্খিত পরিমান বাড়াতে কৃষিতে আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। সে আলোকে পার্বত্য এলাকায় ফসল চাষে বিভিন্ন পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন আইপিএম, ফেরমন ফাঁদ, ফলের ব্যাগিং, কেঁচো কম্পোস্ট ইত্যাদি সফলতার সাথে কৃষক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। নতুন নতুন কৃষি প্রযুক্তি তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে কার্যকরভাবে পৌছে দেওয়ার ব্যপারে সম্প্রসারণকর্মীদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে প্রেস ক্লাব রাঙ্গামাটির সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যে পাহাড়ী এলাকায় অনেক কৃষক ব্যপক সফলতা লাভ করেছেন। গণমাধ্যমে এই সকল সফল চাষীদের সাফল্যের তথ্য প্রচারিত হওয়ায় অন্যান্য কৃষকরাও আগ্রহী হচ্ছে। তিনি আরো বলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আরো বেশি করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারনা এবং পরিচিতি প্রদান কারার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সভার আয়োজন করা গেলে কৃষির সামগ্রিক উন্নয়নে তা ব্যপক ভূমিকা রাখবে। প্রশিক্ষণে ই-কৃষি সেবা কার্যক্রম, কৃষি তথ্য প্রযুক্তি বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, ঝউএ অর্জণে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, ফল ও  সবজি চাষের আধুনিক প্রযুক্তি, ধান ও অন্যান্য ফসল চাষের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণার্থীদের সম্যক ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/06/2019
আর্কাইভ তারিখ
30/09/2019