Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটি জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পার্বত্যাঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ( ৩য় পর্যায় ) এর আয়োজনে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রাঙ্গামাটিতে গত ০২/০৯/২০১৯ তারিখে থেকে ০৫/০৯/২০১৯ খ্রি: তারিখ পর্যন্ত চার দিনব্যাপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমার সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা, জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ইয়াছিন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বরুন কুমার দত্ত। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা ডা. সুকিরণ চাকমা। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন সরকারি সেবা কার্যকরভাবে জনগনের কাছে পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। আর দক্ষতা উন্নয়নে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অতি আবশ্যক। সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি এক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এ কার্যক্রমকে আরো বেগবান করবে। প্রধান অতিথির বক্তব্যে জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন পার্বত্য চট্টগ্রাম এলাকার সামগ্রিক আর্থসামাজিন উন্নয়নে কৃষি বিভাগের অবদান ও কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে সংশিষ্ট দপ্তরের পাশাপাশি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মূল পর্বে ই-ফাইলিং, কাজুবাদামের চাষ পদ্ধতি, উচ্চ মূল্যের মশলার চাষ, জৈব খামার ব্যবস্থাপনা, ফলের সংগ্রহোত্তর পরিচর্যাসহ বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার মাঠ পর্যায়ের ২০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।     

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/09/2019
আর্কাইভ তারিখ
27/11/2019