কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের আয়োজনে গত ২৫/০৪/২০১৯ খ্রি: তারিখে রাজস্ব খাতের আওতায় প্রদর্শণী বাস্তবায়নে দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা রাঙ্গামাটিস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংষ্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রশিক্ষণ উইং এর অতিরিক্ত পরিচালক(প্রশিক্ষণ) কৃষিবিদ মো: আবুল হাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার উপ পরিচালক যথাক্রমে কৃষিবিদ পবন কুমার চাকমা এবং কৃষিবিদ মোহাম্মদ সফর উদ্দিন।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান এবং রাজস্ব খাতের আওতায় প্রদর্শণী বাস্তবায়নের নীতিমালা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ মোঃ নাসিম হায়দার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা কৃষিবিদ খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার রাজস্ব খাতের অর্থায়নে প্রস্তাবিত ফসল প্রদর্শণী এবং অন্যান্য কার্যক্রমের ধারাক্রম সম্পর্কে আলোকপাত করেন। কারিগরী পর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার চলতি ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়নাধীন প্রদর্শণীর কার্যক্রম এবং ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়নযোগ্য কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় কর্মশালায় উপস্থিত ডিএই ও নার্সভূক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ রাজস্ব খাতের আওতায় চলমান কার্যক্রম এবং আগামীতে বাস্তবায়নাধীন কার্যক্রমের উপর উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন এবং আগামী ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়নযোগ্য কার্যক্রমের রুপরেখা তৈরি করেন। প্রধান অতিথি কৃষিবিদ মো: আবুল হাসিম বলেন দেশের সমতল এলাকার চেয়ে পহাড়ী অঞ্চলের কৃষির পার্থক্য রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে প্রদর্শণী বাস্তবায়নে এ এলাকার উপযোগী ফসল ও জাতকে অগ্রাধিকার দিতে হবে। কর্মশালার সভাপতি কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য বলেন পার্বত্য এলাকায় মাঠ ফসল চাষে বিভিন্ন সমস্যা এবং ঝুকি রয়েছে। সেজন্য এ এলাকার উপযোগী সম্ভাবনাময় উদ্যান ফসল যেমন কাজু বাদাম, মশলা ফসল যেমন গোলমরিচের আবাদ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সাথে তিনি উৎপাদিত পন্য যাতে সহজে বাজারজাত করা যায় সেজন্য উপযুক্ত বাজার ব্যবস্থাপনা উন্নয়নে সংশ্লিষ্ট সকলের দৃষ্টিআকর্ষণ ও সহযোগিতা কামনা করেন। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন রাঙ্গামাটি অঞ্চলের বিভিন্ন দপ্তরের এবং নার্সভূক্ত দপ্তর সমূহের কর্মকর্তাগন, সম্প্রসারণকর্মীগণ, কৃষক, জনপ্রতিনিধি এবং মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস