গত ১৭/০২/২০২০ খ্রি. তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটির আইসিটি হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের এনএটিপি প্রকল্পভূক্ত উপজেলার উপসহকারি কৃষি অফিসার এবং স্টাফদের আইসিটি দক্ষতা উন্নয়ন বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপ পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই রাঙ্গামাটি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দার, ডিএই রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত উপ পরিচালক(শস্য) কৃষিবিদ এম,এম,শাহ্ নেয়াজ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষিবিদ কাজী শফিকুল ইসলাম এবং কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটি কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ মো: নাসিম হায়দার বলেন যুগের চাহিদা মেটাতে এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে কৃষিতে আইসিটির ব্যাবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোর গোড়ায় কার্যকরভাবে পৌছে দেয়া মাঠ পর্যায়ের কর্মীদের আইসিটি বিষয়ক দক্ষতা উন্নয়ন ছাড়া সম্ভব নয়। এ লক্ষ্য অর্জণে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। চার দিরব্যাপি এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহনকারী মাঠকর্মীদের সংশিষ্ট বিষয়ে দক্ষতা উন্নয়ন আরো তরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন বর্তমান উন্নয়ন বান্ধব সরকার দেশের তৃণমূল পর্যায়ের কৃষকদের জীবনমান উন্নয়নে খুবই আন্তরিক। আইসিটি কৃষি সেবার মান উন্নয়নে বিভিন্ন কৃষি বিষয়ক অ্যাপস, ওয়েভসাইট, কৃষি কল সেন্টার, ওয়েভ পোর্টাল তৈরি করা হয়েছে। এ সকল তথ্য প্রযুক্তি সফলভাবে কৃষকের কাছে পৌছে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। এ জন্য কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্কানার, ভিডিও ক্যামেরা, সাউন্ড সিস্টেম, ফটোকপিয়ার ইত্যাদি আইটি সামগ্রী পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে দাপ্তরিক কাজে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে এনএটিপিভুক্ত জেলা ও উপজেলার উপসহকারি কৃষি অফিসার এবং অফিস সহকারিগণ অংশগ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস