Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা/২০১৯ অনুষ্ঠিত
বিস্তারিত

জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে ২২ জুলাই ২০১৯ তারিখে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা/২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সপ্তাহ ব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এবং ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার,। অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার, মাননীয় সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: আলমগীর কবির এবং রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

        আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য বলেন প্রতি বছর পার্বত্য এলাকায় পরিকল্পিত বন সৃজনের লক্ষে বন বিভাগের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কৃষক ও সাধারন মানুষের মাঝে এলাকার উপযোগী গাছের চারা কলম বিতরণ করছে এবং রোপিত চারা কলমের সঠিক পরিচর্যা নিশ্চিতকল্পে কৃষকদের বিভিন্ন উপকরণ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করছে। যার ফলে বর্তমানে রাঙ্গামাটিতে বিভিন্ন ফলের উৎপাদন ও গুনগতমান বৃদ্ধি পেয়েছে। বাগান মালিকরা যাতে আরো বেশি লাভবান হতে পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি বৃষকেতু চাকমা বলেন বর্তমান সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপের ফলে কৃষির পাশাপাশি সকল ক্ষেত্রে দেশর উন্নয়নের ধারা অব্যাহত আছে। কৃষকদের দেশি ফল বাগান স্থাপনে উৎসাহ দানের পাশাপাশি সম্ভাবনাময় বিদেশি ফল যেমন কাজু বাদাম, মাল্টা, রাম্বুটান, ড্রাগন,  ইত্যাদির বাগান স্থাপনে পরামর্শ ও সহায়তা প্রদান করতে হবে। প্রধান অতিথি দীপংকর তালুকদার, এমপি বলেন এবারের প্রতিপাদ্য ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ অর্থাৎ স্কুল কলেজের শিক্ষায় বন প্রতিবেশকে বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে ছোটবেলা থেকেই মানুষ বৃক্ষ, বন ও প্রতিবেশ সম্পর্কে সচেতন হয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারে। বৃক্ষরোপন অভিযান কোন ক্ষুদ্র পরিসরের বিষয় নয়, সমগ্র বিশ্বের জন্য বৃক্ষরোপন অভিযান একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বিচারে বনভূমি ধ্বংস করার ফলে বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ দেখা দিচ্ছে, যার বিরুপ প্রভাব পড়ছে আর্থসামাজিক জীবনে। তিনি বলেন পাহাড়ে ব্যপক হারে সামাজিক বনায়নের কার্যক্রম শুরুর পাশাপাশি উদ্যানতাত্ত্বিক ফসলের আবাদ বৃদ্ধি করা দরকার। এলাকার সাধারন মানুষের অংশগ্রহন ছাড়া বৃক্ষরোপন অভিযান পুরোপুরি সফল হতে পারে না। তিনি এ লক্ষে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এস এম শফি কামাল বলেন জনগনের মাঝে বৃক্ষ রোপনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং বিষয়টি বর্তমানে আন্দোলনে রুপ নিয়েছে। এটা একটা বিরাট আশার কথা। এসডিজি অর্জণের লক্ষে সারা দেশে পরিকল্পিত বনায়নের আর কোন বিকল্প নেই। তিনি এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট এবং ভৌগলিক অবস্থান বিবেচনায় গাছের প্রজাতি নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। মেলা উপলক্ষে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিপপ্তরের পক্ষ থেকে  মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠান এবং বৃষকদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন গাছের চারা/কলম বিতরণ করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/08/2019
আর্কাইভ তারিখ
31/10/2019