কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল এর আয়োজনে গত ২২/০৯/২০২০ খ্রি: তারিখে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির (RATEC) সভা অতিরিক্ত পরিচালক, ডিএই, রাঙ্গামাটি অঞ্চল এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: ফজলুর রহমান।
সভার শুরুতে আঞ্চলিক কার্যালয়ের উপ সহকারি কৃষি অফিসার মো: আনিসুর রহমান বিগত সভার কার্যবিবরণী এবং বর্তমান সভার আলোচ্য বিষয়াবলী সভায় উপস্থাপন করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, তুলা উন্নয়ন বোর্ড, এটিআই, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এআইএস, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, বিএসআরআই, কৃষি বিপনন অধিদপ্তরসহ কৃষক প্রতিনিধী, সার ও বীজ বিক্রয় প্রতিনিধীরা বর্তমান খরিপ-২ মৌসুমের চলমান কার্যক্রম, আসন্ন রবি মৌসুমের কার্যক্রম নির্বাচন, পার্বত্য এলাকার সার্বিক কৃষির সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং কৃষি সেবা তথা কৃষি প্রযুক্তি সমূহ তৃণমুল পর্যায়ের কৃষকদের মাঝে পৌছানোর বিষয়ে উন্মুক্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন পার্বত্য এলাকায় উদ্যান ফসলের মধ্যে লেবু জাতীয় ফসল মাল্টা ও কমলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মাল্টার বিভিন্ন পরিচর্যা সম্পর্কে তিনি সভায় বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন মাল্টা বাগানে বছরে ২ বারের পরিবর্তে ৩/৪ বার সার প্রয়োগ করলে এবং নিয়মিত সেচ দিলে ফলন বাড়বে এবং ফল ঝরা কমে যাবে। সার বীজ ব্যবসায়ী প্রতিনিধী বলেন এ এলাকায় পেয়াজ চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু স্থানীয় পর্যায়ে বীজের প্রাপ্যতা না থাকায় কৃষকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এ ব্যপারে সভাপতি মহোদয় খুচরা ডিলার ও কৃষক পর্যায়ে পিয়াজের উন্নতমানের বীজ প্রাপ্তি নিশ্চিত করার জন্য সভায় উপস্থিত বিএডিসির প্রতিনিধীর দৃষ্টি আকর্ষণ করেন। ডিএই, বান্দরবান জেলার উপপরিচালক ড. একেএম নাজমুল হক বলেন পেয়াজের ঘাটতি মেটাতে পার্বত্য এলাকায় গীষ্মকালীন পেয়াজ চাষের উদ্যোগ নেয়া যেতে পারে। সভায় কৃষক প্রতিনিধি তার এলাকায় আদা ও বিলাতি ধনিয়া চাষে যথাক্রমে রাইজোম রট ও পাতা পঁচা রোগের প্রাদূর্ভাবের কথা এবং ফলদ বৃক্ষের উন্নতজাতের চারা/কলমের প্রাপ্যতার কথা উল্লেখ করেন। এ প্রসংগে সভাপতি মহোদয় ডিএই কর্তৃক পরিচালিত হর্টিকালচার সেন্টারসমূহ থেকে চারা/কলম সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন। সভার শেষে কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটি অঞ্চল কার্যালয় কর্তৃক নির্মিত পাহাড়ে ফুলঝাড়ু চাষ বিষয়ক ডকুড্রামা প্রদর্শণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস