Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে খাদ্য ভিত্তিক (ফলিত পুষ্টি) বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বারটান অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে গত ১৬/০৬/২০১৯ থেকে ২০/০৬/২০১৯ ইং তারিখ পর্যন্ত রাঙ্গামাটি সদরে খাদ্য ভিত্তিক (ফলিত পুষ্টি) বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ রাঙ্গামাটি সদরের বনরুপা হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাঙ্গামাটির মূখ্য প্রশিক্ষক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার উপ পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনরুপা হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল জব্বার এবং বারটানের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ। বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের উপস্থাপনায় স্বাগত বক্তব্যে ড. মোহাম্মদ জহির উল্লাহ প্রশিক্ষণের উদ্দেশ্য এবং বারটানের কার্যক্রম তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন খাদ্য নিরাপত্তার সাথে সাথে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য এখন সময়ের দাবী। এ জন্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে সঠিক ধারনা থাকা দরকার। সঠিক পুষ্টি জ্ঞানের অভাবে বহু লোক পর্যাপ্ত খাদ্য গ্রহন করা সত্ত্বেও বিভিন্ন অপুষ্টি জনিত সমস্যায় ভোগেন। পুষ্টি সম্পর্কে তৃণমূল পর্যায়ে সঠিক জ্ঞান বিস্তারের জন্য খাদ্য ভিত্তিক (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন সাধারন মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বংসম্পূর্ণ হলেও সকল স্তরে পুষ্টির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি। তার অন্যতম কারণ পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে এসডিসি লক্ষ্য অজর্ণের জন্য খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান সাধারন জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। এ জন্য সমন্বিতভাবে প্রয়াস চালাতে হবে। বারটানের এই প্রশিক্ষণ কার্যক্রম এ লক্ষ্য অর্জণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, মৎস্য অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক দপ্তর, বিএসআরআই ইত্যাদি বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।    

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/06/2019
আর্কাইভ তারিখ
30/09/2019