রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা বøকের আর্য্যপুর গ্রামে গত ০৬ নভেম্বর, ২০২১ খ্রি: তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘাইছড়ি উপজেলা এর আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অলি হালদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটির আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আপ্রæ মারমা, বাঘাইছড়ি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: শাহাদাৎ হোসেন এবং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা। অনুষ্ঠানের শুরুতে উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: তোফায়েল আহাম্মদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লাল্যাঘোনা বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা দিজেন্দ্র লাল নাথ। প্রধান অতিথি বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের বিষয় বিবেচনা করেই পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় উচ্চ মূল্যের লেবু জাতীয় ফসল চাষাবাদে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন দেশের মোট আয়তনের প্রায় ১০ ভাগের ১ ভাগই হচ্ছে পার্বত্য এলাকা। এই অঞ্চলে মাঠ ফসল চাষে উপযুক্ত জমির স্বল্পতা থাকায় বহুবর্ষজীবি ফলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করা ছাড়া ফসলের নিবিড়তা বাড়ানোর আর কোন বিকল্প নেই। তিনি লেবু জাতীয় ফলের পুষ্টি গুনের উপর গুরুত্ব আরোপ করে প্রদর্শনী বাস্তবায়নকারী কৃষক সুভাষ চাকমার মত এলাকার অন্যান্য কৃষকদেরকে লাভজনক লেবু জাতীয় ফসল চাষে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন। মাঠ দিবসে এলাকার কৃষক কৃষাণীবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। এছাড়া অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শণীভুক্ত কৃষক কৃষাণীদের বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে কৃষকের মাঝে বিভিন্ন সবজির উচ্চফলনশীল জাতের বীজ, ফল গাছের চারা, সার ও অন্যান্য প্রদর্শণী সামগ্রী বিতরণ করা হয়।রাঙ্গামাটির বাঘাইছড়িতে লেবু জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস