কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি সদর উপজেলা এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর ঢাকার ELULD-SLM প্রকল্পের আওতায় গত ০৬-১০-২০২০ ইং তারিখে দিনব্যাপী স্থানীয় টেকসই ভূমি ব্যবস্থাপন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ রাঙ্গটমাটি সদর উপজেলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। রাঙ্গটমাটি সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আপ্রæ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কৃষিবিদ আপ্রæ মারমা বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তণ এবং ক্রমবর্ধমান খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রয়াসে অপরিকল্পিত কার্যক্রমের ফলে পাহড়ে ভূমিক্ষয়, ভূমিধ্বসসহ বিভিন্ন পরিবেশ বিপর্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যার সমাধানে এ এলাকার উপযোগী বিভিন্ন পরিবেশ বান্ধব কৃষি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। তিনি পাহাড়ে পরিকল্পিতভাবে মিশ্র ফলের বাগান স্থাপন, পাহাড়ের পতিত ঢালে ভূমিক্ষয় রোধে ফুলঝাড়– ও বাঁশ চাষ, ফল বাগানের ফাঁকা স্থানে বিভিন্ন সাথী ফসল চাষ, উচ্চমূল্যের সম্ভাবনাময় ফসল যেমন কাজুবাদাম, রাম্বুটান, মাল্টা, বারিআম-৪, কমলা ইত্যাদি চাষের ব্যপারে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক সম্ভাবনা থাকালেও বিভিন্ন কারনে এ এলাকার অগ্রযাত্রা বাধাগ্রস্থ হচ্ছে। ভূমি ক্ষয়, ভূমি ধ্বস, খরা এ এলাকার জীবনযাত্রাকে বাধাগ্রস্থ করছে। অপরিকল্পিত চাষাবাদ বিশেষ করে জুমচাষ এবং নির্বিচারে প্রাকৃতিক বন ধ্বংসের কারনে এমনটা ঘটছে। তিনি আরো বলেন এ এলাকার ভূমি ব্যবস্থাপনা উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। কিছু টেকসই প্রযুক্তি যেমন ড্রাগন ফল চাষ, বিলাতি ধনিয়া এবং মাশরুম চাষ, ফল বাগানে সেচের পানি সরবরাহ ও খাওয়ার পানির জন্য সৌর চালিত গভীর নলকুপ স্থাপন, সমন্বিত খামারে মাল্টা ও বাউ কুলের ব্যাগিং প্রযুক্তি, বানিজ্যিকভিত্তিতে ফুলঝাড়–র চাষাবাদ, পাহাড়ী ছড়ায় ক্রস ড্যাম নির্মানের মাধ্যমে সেচের পানির ব্যবস্থাপনা এবং পাহাড়ের ঢালে ও ছড়ার কিনারায় উচ্চ মূল্যের ফসল বাঁশের চাষ ইত্যাদি সফলভাবে তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে বাস্তবায়ন করা গেলে তা এ এলাকার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশিক্ষণের মূল পর্বে টেকসই ভূমি ব্যবস্থাপন প্রযুক্তিসমূহের বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা ও প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শিক্ষা দেয়া হয়। প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রগতিশীল কৃষক ও কৃষাণী অংশগ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস