Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত।
বিস্তারিত

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি ঢাকার আয়োজনে গত ০৬/০৬/২০২১ ইং তারিখ দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা ডিএই রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: জসীম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান জেলার উপপরিচালক কৃষিবিদ ড. একেএম নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ মর্ত্তুজ আলী। অনুষ্ঠানের শুরুতে কীনোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: জসীম উদ্দিন। এ সময় তিনি দেশে বর্তমানে তেল জাতীয় ফসলের আবাদ, উৎপাদন, চাহিদা পরিস্থিতি এবং প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি আরো বলেন দেশে তেলের সামগ্রিক উৎপাদন দেশের প্রয়োজনের তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ। এই বিপুল পরিমান ঘাটতি মেটাতে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ের কৃষকের কাছে উচ্চ ফলনশীল জাত পৌছে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পবন কুমার চাকমা বলেন ভূ-প্রাকৃতিক কারনে পার্বত্য অঞ্চলে বিভিন্ন উদ্যান ফসলের চাষ বৃদ্ধি করা সম্ভব হলেও তেল জাতীয় ফসলের আবাদ উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব হয়নি। উপযুক্ত জমির অপর্যাপ্ততা, উন্নত পানি/সেচ ব্যবস্থাপনার অভাব, তেল নিষ্কাশনের সীমাবদ্ধতা, দূর্গম যোগাযোগ ব্যবস্থা, দূর্বল বাজার ব্যবস্থাপনা ইত্যাদি সীমাবদ্ধতা পার্বত্য অঞ্চলে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির অন্যতম প্রতিবন্ধকতা। সময়মত এলাকার উপযোগী উচ্চফলনশীল জাতের মানসম্পন্ন বীজের যোগান নিশ্চিত করা। প্রকল্পের আওতায় তেল ফসল চাষের উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান, কার্যকর বাজার ব্যবস্থাপনা জোরদার করা, প্রতন্ত্য অঞ্চলে তেল নিষ্কাষণের ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি করা, তেল ফসলের উৎপাদন বাড়াতে মৌচাষে কৃষকদের উৎসাহ এবং সহায়তা প্রদান করা, জুমের ফসলের সংগে তেল জাতীয় ফসলের অর্ন্তভূক্তি করণ, তেল ফসল ভিত্তিক মিশ্র/সাথী ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা গেলে এ অঞ্চলে তেল জাতীয় ফসলের আবাদ উল্লেযোগ্য হারে বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় রাঙ্গামাটি অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রগতিশীল কৃষক/কৃষাণীরা অংশগ্রহন করেন।   

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/06/2021
আর্কাইভ তারিখ
30/09/2021