Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে ডাল, তেল ও মশলা ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয়ে রিফ্রেশার্স কোর্স অনুষ্ঠিত।
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলার বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩১/০১/২০২২ খ্রি: তারিখে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স ডিএই, রাঙ্গামাটি জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন এবং বিক্রির জন্য ইউনিয়ন পর্যায়ে কৃষক উদ্যোক্তা তৈরি করা হয়েছে, বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিকের ড্রাম, ময়েশচার মিটার, বীজ শুকানোর ড্রাইং কিট, মৌবাক্স ইত্যাদি সরবরাহ করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও তদারকির জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের পেশাগত ও কারিগরি জ্ঞানের উন্নয়নের প্রয়োজনিয়তা রয়েছে। ডাল, তেল ও মশলা উৎপাদন বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ মাঠকর্মীদের দক্ষ কারিগর তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন বাংলাদেশে ডাল, তেল ও মশলা ফসলের উন্নতমানের বীজের যথেষ্ট চাহিদা থাকা সত্বেও কৃষক পর্যায়ে সে চাহিদা সরকারি ও বেসরকারিভাবে মেটানো সম্ভব হচ্ছে না বিধায় বেশিরভাগ কৃষক নিজেদের উৎপাদিত বীজ ব্যবহার করে থাকেন। কিন্ত কৃষকদের উৎপাদিত বীজ সবসময় মানসম্পন্ন হয় না। এসব সমস্যা দূর করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বীজ উৎপাদনের প্রদর্শণী ক্ষেতে চারা লাগানো থেকে ফসল কর্তণ, মাড়াই, ঝাড়াই, গ্রেডিং ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার অথবা উপজেলা কৃষি অফিসারের সংশ্লিষ্টতা থাকলে উৎপাদিত বীজের সঠিক মান বজায় রাখা সম্ভব হবে। তিনি আরো বলেন দক্ষ সম্প্রসারণ সেবার মাধ্যমে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও আমদানি হ্রাস করা সম্ভব হবে। প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
31/01/2022
আর্কাইভ তারিখ
25/03/2022