‘ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ১৯ অক্টোবর ২০২৩ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের আয়োজনে রাঙ্গামাটির আঞ্চলিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের উপরিচালক কৃষিবিদ মো: নাসিম হায়দারের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ এর উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়ন কৌশল, ইঁদুর নিধন কৌশল ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী। এসময় তিনি ইঁদুরের ক্ষতির ধরন, জীবনচক্র ও দমন কৌশল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তত্তাবধানে প্রতি বছর আমন মৌসুমে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান পরিচালিত হয়ে থাকে এবং ১৯৮৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারও রাঙ্গামাটিতে ইঁদুর নিধন অভিযানে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন ইঁদুর আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইঁদুর দমনের লাগসই প্রযুক্তি সমূহ কৃষিকর্মীগণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কৃষকদের এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পার্বত্য এলাকায় ইঁদুরের প্রাদূর্ভাব তুলনামূলকভাবে ব্যপক। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের জনগণ তথা কৃষক কৃষাণী, ছাত্র ছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের জনবলকে সম্পৃক্ত করে এই জাতীয় শত্রæ নিধনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো: নাসিম হায়দার বলেন প্রতি বছর বাংলাদেশে ইঁদুর প্রায় ৫০-৫৪ লক্ষ লোকের খাবার নষ্ট করে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমন ফসলে ৫-৭%, গমে ৮-১২%, গোল আলুতে ৫-৭%, আনারসে ৬-৯%, তরমুজে ৫-৭% ক্ষতি করে থাকে। এছাড়া সেচের পানির ৭-১০% অপচয় করে থাকে ইঁদুর। নিজের শরীরের ওজনের ১০ ভাগের ১ ভাগ খাবার গ্রহণ করে এবং ৭/৮ গুণ নষ্ট করে থাকে। তাই সমাজে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সকলকে ইদুর দমনে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের পক্ষ থেকে ২০২২ সালে ইঁদুর দমনে বিশেষ অবদান রাখার জন্য রাঙ্গামাটি অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিজয়ী কৃষক, সম্প্রসারণকর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া অনুষ্ঠানের শুরুতে কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটির উদ্যোগে ইঁদুর নিধন বিষয়ক ডকুড্রামা সর্বনাশা ইদুর প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক কৃষানী, জনপ্রতিনিধি, প্রিন্ট ও মিডিয়া ব্যক্তিত্ব এবং অন্যান্য সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস