বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান কৃষিবিদদের এই প্রাণের স্লোগানকে বুকে লালন করে গত ১৩ ফেব্রæয়ারি, ২০২৩ তারিখে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক ব্যপক উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে কৃষিবিদ দিবস-২০২৩ পালন করা হয়। এ উপলক্ষে র্যা লী এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের শুরুতে রাঙ্গামাটি জেলার সর্বস্তরের কৃষিবিদদের অংশগ্রহনে এক বন্যাঢ় র্যা লী শহরের বনরুপাস্থ কেআইবি জেলা কার্যালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি কৃষিবিদ রমনী কান্তি চাকমার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলার অবসরপ্রাপ্ত উপপরিচালক প্রবীণ কৃষিবিদ কাজল তালুকদার। কৃষিবিদ আবু মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কৃষিবিদগন ১৯৭৩ সালের ১৩ ফেব্রæয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক কৃষিবিদদের সরকারী চাকুরীতে প্রথম শ্রেনীর পদমর্যাদায় উন্নিত করার ঘোষনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন এক সময় কৃষি পেশাকে অমর্যাদার চোখে দেখা হতো, যার ফলে মেধাবী তরুনেরা পেশা হিসাবে কৃষিকে বেছে নিতে অনীহা প্রকাশ করত। কিন্তু অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু বিষয়টা উপলব্ধি করে কৃষি গ্রাজুয়েটদের প্রথম শ্রেনীতে উন্নীত করায় দেশের মেধাবী সন্তানেরা আগ্রহী হয় কৃষি পেশায়। এর ফলশ্রæতিতে দেশে আজ কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ ও কৃষি শিক্ষায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জনসংখ্যা ২ গুনেরও বেশী বাড়লেও খাদ্য উৎপাদন বেড়েছে প্রায় ৩ গুন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ রমনী কান্তি চাকমা বলেন বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনালি ফসলে ভরপুর দেখতে চেয়েছিলেন। সে কারনেই স্বাধীনতার পর তিনি ডাক দিয়েছিলেন সবুজ বিপ্লবের। কৃষিবিদরা বঙ্গবন্ধুর দেওয়া মর্যাদাকে বুকে ধারন করে তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিবিদদের নিরলস প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বংসম্পূর্ণ। দেশের কৃষির উন্নয়নে কৃষিবিদদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সাধারন সম্পাদক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পবন কুমার চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শ্রীবাস চন্দ্র চন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস