Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাঙ্গামাটিতে এনএটিপি প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত ।
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি সদর উপজেলা এর আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় সাপছড়ি ইউনিয়নের বোধিপুরে ২০২১-২২ অর্থ বছরের মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৭/০৯/২০২২ তারিখে। রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু মো: মনিরুজ্জামানের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলার উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী এবং রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র পাল। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সিআইজির সদস্যরা তাদের সার্বিক কার্যক্রম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ প্রসেনজিৎ মিস্ত্রী বলেন কোন সংগঠনের সফলতার ও সাবলম্বী হওয়ার জন্য স্বচ্ছতা ও একতাবদ্ধতার কোন বিকল্প নেই। কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তি তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে সফলভাবে দ্রæত সম্প্রসারণে এনএটিপি প্রকল্পের মাধ্যমে গঠিত কৃষক সংগঠন সিআইজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে শক্তিশালী সিআইজি কার্যক্রমের মাধ্যমে পাহাড়ী কৃষির সমৃদ্ধি আরো বেগবান হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ তপন কুমার পাল বলেন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে। কিন্তু অন্যান্য দেশে বিভিন্ন কৃষক সংগঠন থাকলেও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে উল্লেখযোগ্য কোন কৃষক সংগঠন ছিলনা। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষির সামগ্রিক গুরুত্ব বিবেচনায় কৃষকদের সংগঠিত করার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। এনএটিপি প্রকল্পের আওতায় গঠিত কৃষক সংগঠনের মাধ্যমে দ্রæত প্রযুক্তি বিস্তার সম্ভব হচ্ছে। তাছাড়া কৃষির পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন আয়বর্ধণমূলক কর্মকান্ড পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। যা দীর্ঘদিনের খোরপোষ কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোরনে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি সিআইজির মাধ্যমে অদুর ভবিষ্যতে সমলয় চাষাবাদ এবং সমবায় কৃষিকে আরো সফলভাবে বাস্তবায়ন ও বেগবান করা যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার ১০টি সিআইজির ১৫০ জন সদস্য কৃষক কৃষাণী, এলাকার গণ্যমান্য বক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যন্যরা উপস্থিত ছিলেন।  

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/09/2022
আর্কাইভ তারিখ
23/12/2022