বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ধান ভিত্তিক খামার বিন্যাস উন্নয়নের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার আয়োজনে বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মিতিঙ্গাছড়িতে বোরো ধানের নমুনা শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল এবং সংশ্লিষ্ট অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান এবং সিএসও ড. মুহম্মদ নাসিম। অনুষ্ঠানে এলাকার কৃষক, কৃষানী, জনপ্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ত এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস